এক নজরে
কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ২৫টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত ৯ নং সুজানগর ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
ক)নাম : ৯ নং সুজানগর ইউনিয়ন পরিষদ।
খ)আয়তন : ৪৫ বর্গ কি:মি:
গ)লোকসংখ্যা: ২২২৭৮ জন
ঘ)গ্রামের সংখ্যা: ২৫ টি
ঙ)মৌজার সংখ্যা: ৯ টি
চ)হাট/বাজারের সংখ্যা-০১ টি
ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে
জ)শিক্ষার হার: ৪৮.৭%(২০১১ সালের আদমশুমারী অনুসারে)
ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৪ টি
ঞ)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০ টি
ট)উচ্চ বিদ্যালয়- ২টি নিম্ন মাধ্যমিক-০২ টি
ঠ)জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র- নাই
ড)মাদ্রাসা-৬ টি
ঢ) কিন্ডার গার্ডেন- ৩ টি
ন)দায়িত্বরত চেয়ারম্যান- নছিব আলী
ত)গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-৩টি
থ)ঐতিহাসিক পর্যটন স্থান-১টি
ধ)গ্রাম সমূহের নাম
আমবাড়ী, আতনিকান্দি, বাগমারা, কঠালপুর, উত্তরবাগমারা, বাড্ডা, জগড়ী, বারহালী, চরকোনা, নাজির খা, বড়থল, চিন্তাপুর, হাশিমপুর, জল্লার হাওর, দশঘরী, রাঙ্গিনগর, সালদিগা, ভুলারকান্দি, রফিনগর, সুজানগর, বাগেরকোনা, বাবনের চক, সুজানগর উত্তর, সুজানগর দক্কিন, তেরাকুড়ি, কাছলিয়া।
ন)ইউনিয়ন পরিষদের জনবল
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন
ইউনিয়ন পরিষদ সচিব: ১জন
ইউনিয় গ্রাম পুলিশ : ১০ জন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS